গমের পাতা হলুদ হয়ে গেলে করণীয় কী?
গমের পাতা হলুদ হয়ে গেলে করণীয় কী?
Add Comment
পাক্সিনিয়া রিকন্ডিটা নামক ছত্রাকের আক্রমণে গমের পাতার উপর প্রথমে ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে। টিল্ট ২৫০ ইসি ছত্রাক নাশক (০.০৪%) ১ মিলি আড়াই লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করলে এ রোগ প্রতিরোধ করা যায়।