গরমের দিনে মেঝেতে পানি ঢাললে কি সত্যিই ঘর ঠান্ডা হয়?
গরমের দিনে মেঝেতে পানি ঢাললে কি সত্যিই ঘর ঠান্ডা হয়?
কেউ কেউ এই কাজটি করে থাকেন। অতিরিক্ত গরমের দিনে ঘরের মেঝেতে পানি ঢেলে দেন। এর ফলে পানি ঘরের অতিরিক্ত তাপমাত্রা শোষণ করে ঘরকে ঠান্ডা করে তোলে। ঘর যখন অনেক বেশি স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে তখন গরমও অনেক বেড়ে যায়। এর ফলে পানি মেঝেতে ঢাললে ঘর ঠান্ডা হয়ে ওঠে। তবে এক্ষেত্রে শুধু পানি ঢাললেই কাজ হয় না। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস এবং খোলামেলা পরিবেশ।
এসির কাজ হল ঘরের গরম বাতাসকে টেনে ঘরের বাহিরে পাঠিয়ে দেয়া এবং ঠান্ডা পরিচ্ছন্ন বাতাস ঘরের ভেতরে প্রবেশ করানো। ঠিক একইভাবে ঘরের মেঝেতে পানি ঢালার সময়ে দরজা জানালা খোলা রাখতে হবে এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে। এতে করে ঘরের অতিরিক্ত গরম আবহাওয়াকে পানির মাধ্যমে শোষণ করে বাতাস ঘরের বাহিরে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করবে। এর ফলে ঘর কিছুটা হলেও ঠান্ডা হবে। তবে পানি ঢালার ঘটনাটি যদি বদ্ধ কোনো ঘরে করা হয় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঘর ঠান্ডা হওয়ার চেয়ে আরও বেশি গরম আর স্যাঁতস্যাঁতে হয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ