গরুর পেট ফাঁপা সমস্যার সমাধানে জন্য কী ঔষুধ ব্যবহার করতে পারি?
গরুর পেট ফাঁপা সমস্যার সমাধানে জন্য কী ঔষুধ ব্যবহার করতে পারি?
Add Comment
সাধারণত বদহজমের জন্য গাভীর পেট ফেঁপে যায়। এছাড়া কিছু কিছু রোগের কারণেও পেট ফাঁপে।
চিকিৎসা ও প্রতিকারঃ
দানাদার খাদ্য বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র শুকনা খড় খেতে দেওয়া যেতে পারে।
১. নিওমেট্রিল
২. কারমিনেটিভ মিঙ্চার ইত্যাদি।
এছাড়া অতিরিক্ত সমস্যা হলে একজন ভেটেরনারি ডাঃ এর সাথে সরাসরি আলাপ করুন। মনে রাখবেন, ভুল চিকিৎসা হলে গরু মারা যেতে পারে।