|
গর্ভনিয়ন্ত্রন পিলের অপকারিতা কি কি?
গর্ভনিয়ন্ত্রন পিলের অপকারিতা কি কি?
Add Comment
গর্ভনিরোধক পিলে সাধারণত তীব্র পার্শ্ব-প্রতিক্রিয়ার কিছু নেই। কিন্তু যদি বেশি ব্লিডিং বা তিনমাস ধরে থাকে তাহলে, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে ব্রন এর সমস্যা যদি আগে থেকেই থাকে তাহলে ওরাল কনট্রাসেপটিভ উপকারী।
স্তনের স্ফীতি বা কোমর বৃদ্ধি পায়। তবে পিল চলাকালীন সময়ে ব্যায়াম করা, সুষম আহার করা ও সুস্থ জীবনযাত্রা ‘ফিল গুড’ ইমোশন বজায় রাখে। জরায়ু, হার্ট বা কিডনির অসুখ থাকলে কিংবা নির্দিষ্ট ওষুধের আওতায় থাকলে পিল নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।