গর্ভপাত কি?
সব গর্ভধারণ নয় মাস(৪০সপ্তাহ)স্থায়ী হয় না এবং সব ক্ষেত্রে শিশুর জন্ম হয় না৷ কোনো কোনো ক্ষেত্রে গর্ভ নিজে নিজেই নষ্ট হয়ে যায়, একে বলা হয় গর্ভপাত বা স্বতঃস্ফূর্ত গর্ভপাত৷ সাধারণত গর্ভাবস্থার ২৬ সপ্তাহের আগেই গর্ভপাত হয়ে যায়৷ কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করে গর্ভ নষ্ট করে দেওয়া হয়, একে বলা হয় আবিষ্ট(ঘটানো) গর্ভপাত৷