গর্ভপাত হয়ে গেলে চিকিৎসা কি?
গর্ভপাত হয়ে গেলে চিকিৎসা কি?
Add Comment
চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো, রক্তপাত বন্ধ করা ও ইনফেকশন প্রতিহত করা। সাধারণত গর্ভধারণের স্থায়িত্ব যত কম হয়,শরীর ততো তাড়াতাড়ি ফিটাল ম্যাটারিয়াল সব বের করে দেয়। তখন মেডিকেল প্রসিডিউর দরকার হয় না। যদি শরীর নিজে নিজে বের না করে, তখন d&c করতে হয়। এরপর বাসায় রক্তপাত মনিটর করতে হবে। যদি কাঁপুনি বা জড় আসে, তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে ভালো হয় হোমিওপ্যাথি চিকিত্সা নিন। তাহলে বিষয়টি রুট লেভেল থেকে ঠিক হয়ে যাবে।