গর্ভবতী মায়ের বিপদসংকেতগুলি কি কি?
গর্ভবতী মায়ের বিপদসংকেতগুলি কি কি?
Add Comment
গর্ভকালীন জটিলতার ফলে মা ও শিশু উভয়ের জীবনের ঝুকি দেখা দেয়। ৪ টি বিপদ চিহ্নের মাধ্যমে এসব জটিলতা ধরা যায়। এরকম অবস্থায় মায়েদের জরুরি চিকিৎসা প্রয়োজন।
এই ৪টি বিপদ চিহ্ন হলোঃ
১। গর্ভাবস্থায়, প্রসবের সময় বা
প্রসবের পর খুব বেশি রক্তস্রাব,
গর্ভফুল না পড়া ।
২। গর্ভাবস্থায় বা প্রসবের পর
তিনদিনের বেশি জ্বর বা দুর্গন্ধ
যুক্ত স্রাব ।
৩। গর্ভাবস্থায়, প্রসবকালে ও
প্রসবের পরে শরীরে পানি আসা,
খুব বেশি মাথা ব্যাথা, চোখে
ঝাপসা দেখা ।
৪। গর্ভাবস্থায়, প্রসবের সময় বা
প্রসবের পরে খিঁচুনী
প্রসব ব্যথা ১২ ঘন্টার বেশি
থাকা ও প্রসবের সময় বাচ্চার
মাথা ছাড়া অন্য কোন অঙ্গ প্রথমে
বের হওয়া।