গর্ভাবস্থায় গ্রীন টি পান করলে কি কোনো ক্ষতি হবে?
গর্ভাবস্থায় গ্রীন টি পান করলে কি কোনো ক্ষতি হবে?
Add Comment
গ্রীন টি খেলে গর্ভাবস্থায় আপনি ক্ষতিগ্রস্থ হবেন এমন কোন প্রমাণিত বৈজ্ঞানিক গবেষণা নেই। উপরন্তু গ্রীন টি বিভিন্ন ক্ষেত্র থেকে উপকারই করে বলে জানা যায়। তবে গর্ভাবস্থায় ক্যাফেইন কম খাওয়াই ভাল। তাই আপনি দিনে দু-কাপের বেশি গ্রীন টি খাবেন না। উল্লেখ্য যে, সাধারণ চা, কফি বা কোমল পানীয়তেও ক্যাফেইন থাকে। যেকোনো ধরনের চা-ই পরিপাকতন্ত্রে আয়রন আর ফলিক এসিড পরিশোষণে বাধা দেয়, তাই খাবার পর পরই চা খাওয়ার অভ্যাস বর্জন করা বাঞ্ছনীয়।