গালি দিলে মানসিকভাবে প্রশান্তি পাওয়া যায় কেন?
গালি দিলে মানসিকভাবে প্রশান্তি পাওয়া যায় কেন?
Add Comment
শুধু গালি দিলেই নয় মন খুলে কথা বলতে পারলেই মানসিকভাবে প্রশান্তি মেলে। যখন কারও উপরে রাগ হয় তখন তাকে উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালি দিলে কেউ কেউ মানসিকভাবে প্রশান্তি পেয়ে থাকেন। তবে খেয়াল করে দেখবেন সে সময়ে অশ্লীল ভাষা ব্যবহার না করে শুধু উচ্চস্বরে মনে যা আসে তা বললেও মানসিকভাবে প্রশান্তি পাওয়া যায়। এর কারণ হল খোলাখুলি কথা বলতে পারা। অনেকেই আছের যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তারা এই পন্থা অবলম্বন করে থাকেন। ধন্যবাদ