গোসল ফরজ অবস্থায় পানি না পাওয়া গেলে কি করতে হবে?
গোসল ফরজ অবস্থায় পানি না পাওয়া গেলে যা করতে হবে!
Add Comment
প্রখ্যাত হাদিস বিশারদ হজরত মাহমুদ ইবনে গায়লান [রহ.] থেকে বর্ণিত আছে, হজরত আবু যর গিফারি [রা.] বলেন, রাসুল [সা.] ইরশাদ করেছেন, দশ বছর ধরেও যদি কেউ পানি না পায়, তা হলেও পবিত্র মাটি একজন মুসিলিমের জন্যে পবিত্রতার উপকরণ বলে বিবেচিত হবে। অর্থাৎ সে তায়াম্মুম করবে। এরপর সে যখন পানি পাবে, তখন সে তা দিয়ে আপন শরীর ধুয়ে নেবে। এটাই তার জন্যে উত্তম।
মাহমুদ ইবনে গায়লান [রহ.] তার বর্ণনায় আরো উল্লেখ করেছেন যে, পবিত্র মাটি মুসলিমের জন্যে অজুর উপকরণ। ইমাম তিরমিজি [রহ.] বলেন, সাধারণভাবে সকল ফকিহ ও ইসলামি আইনজ্ঞের অভিমত হলো, গোসল ফরজ হলে এবং ঋতুমতী নারীদের কেউ যদি পানি না পায় তবে তাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিতে হবে এবং এভাবেউ সে নামাজ আদায় করে নেবে।
মাওলানা মনযূরুল হক