গোনোরিয়া হলে কি করব?

গোনোরিয়া হলে কি করব?

Add Comment
1 Answer(s)

    যৌন বাহিত এই রোগটি নাইজেরিয়া গনোরি নামক একপ্রকার ব্যকটেরিয়ার কারনে হয়। আক্রান্ত ব্যক্তির সাথে মিলনের ৮-১০ দিন পর এই রোগের লক্ষন গুলো দৃষ্টিগোচর হয়। পুরুষের যৌনাংগ দিয়ে পুজ (Pus) বের হওয়া, প্রসাবে জ্বালাপোড়া এই রোগের উপসর্গ। মহিলাদের যোনিপথ, মূত্রনালী ও গুহ্যদারে এই রোগ হয়। যদিও অনেক মহিলার ক্ষেত্রেই রোগটি কোনো লক্ষন প্রকাশ করেনা তবে প্রসাবে জ্বালাপোড়া, যোনিপথে স্রাব আসা (Vaginal discharge) এসব উপসর্গ নিয়ে অধিকাংশ রোগী চিকিৎসকের দারপ্রান্তে উপস্থিত হয় । সমকামীরা এই রোগে গুহ্যদারে আক্রান্ত হয়।

    যৌনাংগ থেকে নিঃসৃত নির্যাস বা পুজ থেকে স্মেয়ার (Smear) বা স্লাইড তৈরী করে অথবা কালচার (Culture) করেও এর জীবানু সনাক্ত করা হয়। সঠিক সময়ে চিকিতৎসা না করালে পুরুষের শুক্রাশয় (Testes), মহিলাদের ডিম্বাশয় (Ovary), ডিম্বনালী এসব স্থানে প্রদাহ হয়ে রোগী বন্ধাত্ব বরণ করতে পারে। মায়ের এইরোগ থাকলে শিশু অপথাল্মিয়া নিওন্যাটারাম (Opthalmia neonataram) নামক চোখের প্রদাহ নিয়ে জন্ম নিতে পারে।

     

    গনোরিয়ায় আক্রান্ত হলে আপনার যদি পূর্বেকার করা কোনো মেডিকেল রিপোর্ট থাকে সে গুলোকে সাথে নিয়ে ভালো এবং অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথের সাথে যোগযোগ করে চিকিত্সা নিন। প্রপার হোমিও ট্রিটমেন্ট নিলে এ রোগ থেকে যে কেউ নিশ্চিত মুক্তি লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই।

    গনোরিয়া বা প্রমেহে হোমিওপ্যাথি চিকিৎসা – Gonorrhea and Homeopathy treatment

    গনোরিয়াঃ গনোরিয়া বা প্রমেহ হলো এসটিআই (STI) বা যৌনবাহিত রোগ। স্ত্রী বা পুরুষদের প্রস্রাবনালীর অভ্যন্তরস্থ শ্লৈষ্মিক ঝিল্লির প্রদাহ হয়ে সেখান থেকে পুঁজেরমত স্রাব নিঃসৃত (Discharge) হলে তাকে প্রমেহ বা গনোরিয়া রোগ বলে। এটি ব্যাকটেরিয়ার সাহায্যে সংক্রামিত হয়। রোগটি see more —> https://www.homeopathybd.com/homeopathy-treatment-for-gonorrhea-or-pramehe

     

    Professor Answered on April 24, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.