গোসলের ফরজ সমূহ কি কি?
সাধারনত সহবাস , স্বপ্ন দোষ, হস্তমৈথুন, ও মহিলাদের ঋতুস্রাব হলে , বা সন্তান জন্মের পর নেফাসের কারনে শরীর স্হায়ী ভাবে যে অপবিত্র হয় , তা থেকে পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে ফরজ গোসল বলা হয় ,
আর এ গোসলের ফরজ কাজ হলো ৩টি
১/ গড়গড়ার সাথে কুলি করা
২/ এমন ভাবে নাকে পানি দেয়া যাতে নাকের ডগায় পর্যন্ত পোঁছে যায় .
৩/ সমস্ত শরীরে এমন ভাবে পানি পৌঁছানো যাতে ১ চূল বরাবর ও জায়গা শুকনো না থাকে
এ কার্যগুলো সম্পাদন করন ব্যতিরেকে গোসল করলে শরীর পাক হবেনা , সার্বক্ষন নাপাকই থেকে যাবে ৷