গোসলের ফরয কয়টি এবং কী কী ?
গোসলের ফরয কয়টি এবং কী কী ?
কুরআন মাজীদে আছে- “নিশ্চয়ই আল্লাহ পাক-
পবিত্র লোকদের ভালবাসেন”। আমাদের মহানবি (স)
বলেছেন- “পাক-পবিত্রতা ঈমানের অঙ্গ।” পেশাব-পায়খানা,
ময়লা-আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ
থাকাকেই পাক-পবিত্রতা বলে। পাক-পবিত্র হওয়ার একটি
উপায় হল গোসল ।পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল
বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়। দুর্গন্ধ দূর হয়।
দেহমন পবিত্র হয়। মন ভাল থাকে এবং কাজে উৎসাহ জাগে।
আমরা গোসলের শুরুতে দুই হাত ধুয়ে নেব। শরীরে নাপাকি বা
ময়লা থাকলে তা পরিষ্কার করব। গড়গড়াসহ কুলি করে মুখ
পরিষ্কার করব। পানি দিয়ে নাক সাফ করব। পরে সারা শরীর
ভাল করে তিন বার ধুয়ে ফেলব। এভাবে গোসল করব।
গোসলের ফরয ঃ গোসলের অবশ্য করণীয় কাজ বা ফরয ৩টি
যথা :
১. গড়গড়াসহ কুলি করা।
২. পানি দিয়ে ভালভাবে নাক সাফ করা।
৩. পানি দিয়ে সারা শরীর ধোয়া।
এর কোনটিতে ত্র“টি থাকলে গোসল হয় না। খেয়াল রাখতে
হবে শরীরের একটা চুলও যেন শুকনো না থাকে।
নিয়মিত গোসল করলে শরীর ভাল থাকে। গোসল করা মহান
আল্লাহর হুকুম। এটাও একটা ইবাদাত।