গ্যাস্ট্রিক আলসার কিভাবে শনাক্ত করা হয়?
গ্যাস্ট্রিক আলসার কিভাবে শনাক্ত করা হয়?
Add Comment
নিম্নোক্ত লক্ষণগুলি থেকেই আপনি গ্যাস্টড়িক আলসার শনাক্ত করতে পারেনঃ
১। পেটের ওপর ও মাঝামাঝি অংশে ব্যাথা হবে। মনে হবে যেন পুড়ে যাচ্ছে। এন্টাসিড খেলেই এই ব্যাথা থেকে মুক্তি মেলে।
২। খাওয়ার পর আলসারের ব্যাথা নির্ভর করে ঠিক কোন স্থানে রোগ হয়েছে তার ওপর। গ্যাস্ট্রিক আলসার হলে খাওয়ার পরই পেটের ব্যথা বাড়তে পারে।
৩। ডুয়োডেনাল আলসার হলে পেটের ব্যথা বাড়ে খাওয়ার কয়েক ঘণ্টা পর।
৪। ক্রমাগত ঢেকুর ওঠা ও বমি ভাব আসা।
৫। অবসাদ ভাব ঘিরে ধরা। সাধারনত বমির আগ দিয়ে এমন টা হয়।