ঘুমের ঔষধ বেশী খেলে কি হয়?

ঘুমের ঔষধ বেশী খেলে কি হয়?

Add Comment
1 Answer(s)

    ঘুমের ঔষধ বেশী খেলে যে সমস্যাগুলো হয়-
    ১. নিয়মিত ঘুমের ঔষুধ সেবন
    খাদ্যনালী, ফুসফুস, মলাশয় ও
    অগ্রগন্হির ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ৷
    ২. মৃত্যু ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
    এমন ওষুধের মধ্যে রয়েছে
    বেনজোডায়াজেপিনস, যেমন:
    টেমাজেপাম; নন-বেনজোডায়াজেপিনস,
    যেমন: এমবিয়েন (জলপিডেম), লুনেস্তা
    (ইসজোপিকলোন) ও সোনাটা
    (জালেপলন); বারবিটিউরেটস; এবং
    সিডাটিভ এন্টিহিস্টামিনস। তবে নতুন
    গবেষণায় শুধু ঘুমের ওষুধ ও মৃত্যু
    ঝুঁকির মধ্যে সম্পর্ক নির্ণয় করা
    হয়েছে, এদের মধ্যে কার্যকারণ
    সম্পর্ক নিণর্য় করা হয়নি। তাই এ
    গবেষণা থেকেই কোনো চূড়ান্ত
    সিদ্ধান্তে না আসার ব্যাপারে সতর্ক
    করেছেন গবেষকরা।
    ৩. Memory Disturbance
    এমনকি Memory loss এর ও
    সম্ভাবনা থাকে ৷
    ৪. হাত-পায়ের পাতা জ্বালা ৷
    ৫. কোষ্ঠকাঠিন্য
    ৬. মাথা ব্যাথা
    ৭. Drowsiness
    ৮. গ্যাস
    ৯. দূর্বলতা
    ১০. মুখের ভিতর শুকিয়ে যাওয়া৷
    ১১. Stomach pain

    Professor Answered on May 25, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.