চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
Add Comment
চতুর্থ প্রজন্মের কম্পিউটার: ১৯৭১ সাল থেকে বর্তমান সময়কালকে কম্পিউটারের চতুর্থ প্রজন্ম বলে ধরা হয়। এই প্রজন্মের কম্পিউটারে LSI (Large Scale Integration) ও VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
বৈশিষ্ট্য:
১। মাইক্রোপ্রসেসরের উদ্ভব।
২। দামে কম কিন্তু ক্ষমতা বেশি।
৩। টেবিলের ওপর রেখে কাজ করার সুবিধা।
৪। সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ। উদাহরণ: IBM 3033, IBM PC