চন্দ্র গ্রহণ কি?

    কেন চন্দ্রগ্রহণ হয় এই বিষয়ে জানতে চাই?

    Add Comment
    1 Answer(s)

      সূর্য গ্রহন হয় এবং চাঁদেরও গ্রহন হয় । বছরে সূর্যের গ্রহণ পাঁচবার পর্যন্ত হতে পারে কিন্তু চাঁদের গ্রহন হতে পারে বছরে তিনবার । যেমন সূর্য শুধু অমাবর্ষার দিনই হতে পারে , চন্দগ্রহণও তেমনি এক পূর্ণিমার রাত ছাড়া হয় না । কেননা গ্রহণ হতে হলে পৃথিবী চাঁদ আর সূর্য ঠিক এক লাইনে আসে । অর্থাৎ চন্দ্র গ্রহণের সময় চন্দ্র কালো আবরণ দ্বারা ধীরে ধীরে ঢেকে যেতে থাকে এবং পর ক্ষনেই তা আবার আলোকিত অবস্থায় আসতে থাকে তাকেই চন্দ্র গ্রহণ বলে ।

      পূর্ণিমার চাঁদ এসে পৃথিবী আর সূর্যের দিকে সোজা হয়ে মুখ করে থাকে, তখন পৃথিবী থাকে মাঝখানের অংশে । এই খান থেকে সূর্য আলো দেয় , তাতে চাঁদের আলো হয় এবং পৃথিবীর এক পিঠে এসে আলো পড়ে ।  এর ফলে চন্দ্র গ্রহণ  হয়ে থাকে।

      Professor Answered on February 13, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.