চমৎকার কিছু সাইকোলজি বলবেন কি?
শীতের কোনো এক কনকনে রাতে আপনি ঘুমাতে গেলেন। শোবার ঠিক পরেই আপনার ওয়াশরুম চাপলো। তখন তীব্র শীতে কম্বলের নিচ থেকে বের হতে না চাওয়ায় আপনি নিজেকে অজুহাত দিলেন, এই ওয়াশরুমে চাপা আসলে মনের ভুল মাত্র। আধাঘন্টা পরেও যখন গজুম আসছে না তখন আপনি স্বীকার করলেন, আপনার আসলেই ওয়াশরুমে চেপেছে। কিন্তু, তখনও আপনি চিন্তা করছেন, সকালে ঘুম থেকে ওঠে কাজটা সেড়ে ফেলা যাবে। এমন করে প্রায় ঘন্টাখানেক পাড় হবার পর আপনি বাধ্য হয়ে বিছানা থেকে নামলেন এবং ওয়াশরুমে গেলেন।
এখন খেয়াল করুন তো, আপনি যদি প্রথম মূহুর্তেই সিদ্ধান্ত নিতে পারতেন, ওয়াশরুমে যাবেন কি যাবেন না, তাহলে কি এত সময় পরে এসে বিছানা থেকে নামা লাগতো?
আমাদের জীবনেও আমরা এরকম অনেক সিদ্ধান্তই ভুল নেই কিংবা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলি৷ তাই, আজকে থেকেই খুব চিন্তা করে এবং সিদ্ধান্ত নিয়ে কোনো একটি কাজ শুরু করুন। কাজ শেষে আপনি অন্তত এটি বলে হ্যাপী থাকবে যে, আপনার সিদ্ধান্ত ভুল ছিলো না।