চশমার পাওয়ার -0.25 বলতে কি বুঝায়?
চশমার পাওয়ার -0.25 বলতে কি বুঝায়?
Add Comment
এক্ষেত্রে আপনার মায়োপিয়া আছে অর্থাৎ এক্ষেত্রে রোগী খুব কাছের বস্তু বেশ ভালো দেখলেও দূরের বস্তু ঝাপসা দেখে।মাইনাস পাওয়ার বলতে বুঝায় আপনার মাইয়োপিয়া বা দুরের জিনিষ ভাল না দেখতে পাওয়ার সমস্যা রয়েছে। আর এখানে ২৫ হল আপনার পাওয়ার।আমরা জানি,একটি স্বাভাবিক মানুষের চোখের দৃষ্টির নিকটতম বিন্দু হলো ২৫ সেমি আর দূরবিন্দু অসীম ধরা হয়। অর্থাৎ ২৫ সেমি এর চেয়ে কম কোনো দুরত্বে কোনো বস্তু বা লিখা আনলে মানুষ তা ভালো ভাবে দেখতে পায়না।