চালাক, জ্ঞানী আর বুদ্ধিমান কি এক?
চালাক, জ্ঞানী আর বুদ্ধিমান কি এক?
এক ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে তিন জন ছিল যাদের নাম আরিফ, লাবিব, মাহি। তারা তিনজনই নিতান্ত চুপচাপ থাকে এবং পরিবেশকে অবসার্ভ করে।
তো একদিন ক্লাসে শিক্ষক ঢুকে জিজ্ঞেস করলেন “কে এই অংকটাকে সবচেয়ে আলাদা ও সহজ নিয়মে সমাধান করতে পারবে?”
আরিফ, লাবিব, মাহি তিনজন হাত তুললো। শিক্ষক প্রথমে আরিফকে করতে বললো। আরিফ তার পড়া বই-পুস্তক থেকে অর্জিত জ্ঞানকে জেরা করে সমস্যাটির সমাধান করলো।
এবার লাবিবের পালা, লাবিব বিকল্প পদ্ধতিতে গেল যে নিয়ম সঠিক কিন্তু কোনো বই বা পুস্তকে পাওয়া যাবে না। লাবিব অংকটি আরেকটু সহজে ও আলাদাভাবে সমাধান করলো।
এখন মাহি যখন অংক করতে আসলো তখন সে লাবিব ও আরিফের অংককে ব্যবহার ও সংমিশ্রণ করে নিজের নামে অংকটি করে দিল। তার অংকটি আরো সহজ ও আলাদা হলো।
আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কে চালাক, কে জ্ঞানী আর কে বুদ্ধিমান।
আরিফ হচ্ছে জ্ঞানী, লাবিব হচ্ছে বুদ্ধিমান আর মাহি হচ্ছে চালাক। এভাবেই জ্ঞানী আর বুদ্ধিমানদের নীরবে কাজে লাগিয়ে চালাকেরা দেশের,পৃথিবীর চূড়ায় নেতৃত্ব দেন। জ্ঞানীদের সূত্র চুরি করে পারমাণবিক বোমা বানায়।