চালাক মানুষদের সাথে কিভাবে চলতে হয়?
চালাক মানুষদের সাথে কিভাবে চলতে হয়?
Add Comment
কেননা তারা চালাক মানুষদের সাথে চলাফেরা করে না, তারা বোকা এবং গাধা টাইপের লোকজনের সাথে চলাফেরা করে।
কেননা চালাক লোকজনের সাথে চলাফেরা করলে সে চালাকি করতে পারবে না।
- আপনি তাদের কার্যকলাপ এবং চলাফেরা কথাবার্তা খেয়াল করুন।
- চালাক মানুষের সব উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করুন।
- চালাক লোকদের সামনে কথা কম বলুন।
- চালাক মানুষদের সাথে নিজের কোন গোপন এবং যেকোনো বিষয় শেয়ার করবেন না।
- চালাক লোকদের সাথে কোন কিছুই ভাগে কিনবেন না।
- তাদের সব পয়েন্ট ভালোমতো খেয়াল করুন তারপরে দেখবেন তাদের মতই চালাক হয়ে গেছেন।
- আরেকটা কথা চালাক লোকেরা নিজেদেরকে চালাক মনে করে না।
- সহজে কাউকে বুঝতেও দেয় না সে যে চালাক।
- বোকার মত থেকে শুধু চালাকি করে যায়।
- আর সবাইকে আশেপাশের লোকদের বোঝাই সে একটা বোকা মানুষ।
তাই বলা বাহুল্য চালাক লোকদের থেকে দূরে থাকাই ভালো তারা আপনাকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করে নেবে যেভাবেই হোক।
চালাক লোকদের সাথে কখনো শেয়ারে বাণিজ্যিক কার্যকলাপে যাবেন না।
আপনার বন্ধু পার্টনার যেটাই বলেন আপনার চালাক লোক দরকার নেই আপনার দরকার বিশ্বাসী একটা বিশ্বাসী লোকের সাথে চলাফেরা করুন যে আপনার বিশ্বাস বড্ড ভাবে রাখতে পারবে।