চালাক মানুষদের সাথে কিভাবে চলতে হয়?
চালাক মানুষদের সাথে কিভাবে চলতে হয়?
চালাক মানুষ সব সময় নিজের চিন্তা করে। তাদের সাথে কখনো বেশি কথা বলা উচিত না।কখনো তাদেরকে নিজের দুর্বলতা বলা উচিত না। কথা বলার সময় ভেবে-চিন্তাকরে কথা বলা উচিত। তাদের সাথে অন্যকে নিয়েও কথা বলা উচিত না। সব সময় সাবধানে কথা বলা উচিত। প্রয়োজনের বেশী সময় চলা,কথা বলা বা গল্প করা উচিত না। নিজের গোপনীয় কথা বলা উচিত না। চালাক লোক মানুষের কথা বলা, চলার ধরন,খাওয়া, কথা বলার ধরন পর্যবেক্ষণ করে, তাই সব সময় আত্নবিশ্বাসী হয়ে চলতে হবে। কখনো বেশী সময় নিয়ে একই কথা বলা যাবে না। তাদের নিজস্য বিষয় নিয়েও কখনো কথা বলা উচিত না। তারা নিজের কথা বল্লেও কখনো কোন সিদ্ধান্ত দিবেন না। কখনো নিজের সম্ভবে তাদের কে কিছু বলা উচিত না। মূলত তাদের সামনে নিজেকে কখনো ভুলেও উপস্থাপন করবেন না।যত কম তাদের সাথে চলবেন ততই মঙ্গল। কিছু তাদেরকে আপনি কখনো কখনো অনুশীলন করতে পারেন,কিন্তু এটা কখনো তাদের বুঝতে দেওয়া যাবে না।চালাক লোক তাদের আত্মসম্মানকে ঠিক রাখার চেষ্টা করে, তাই তাদের সামনে নিজের আত্নসম্মান ঠিক রাখবেন।তারা কখনো কখনো এমন কথা বলবে যেন আপনাকে সব মনের কথা বলেদিচ্ছে কিন্তু এসব কথা শুনে নিজের মনের কথা বলা উচিত না। এক কথায় শুনবেন বেশি কথা বলবেন কম।