চালাক হওয়ার উপায় কী?
উপায় অনেক আছে, কিন্তু দরকারটা কী, সেটা তো বুঝতে হবে। আপনি আরেকজনরে বাঁশ দেবার জন্য চালাক হতে চান? এটাকে চালাকি বলে না, অতি চালাকি বলে। আর অতি চালাকের গলায় একসময় দড়ি চড়ে, সেটাও সবাই জানেন।
আমি কিছু পুরাতন পরামর্শ নিজের মতো করে নতুন পাত্রে পরিবেশন করি, দেখেন ভালো লাগে কিনা।
১। কথা বলা কমিয়ে দেন। শোনার চেষ্টা করেন বেশি বেশি। ভরা সমাজে যে লোকটি একটা কথাও বলে না, সবাই তাঁরে জ্ঞানী মনে করে। জ্ঞান থাক বা না থাক। এই অভ্যাস আপনার ধৈর্য বাড়াবে, মনোযোগ বাড়াবে, পরমতসহিষ্ণুতা বাড়াবে। এই অভ্যাসের কারণেই আপনি অনেকের কাছে ভালো শ্রোতা এবং প্রিয়জন হয়ে উঠবেন।
২। সমালোচনা করা কমান। প্রকাশ্যে সমালোচনা একদম বাদ দিন। যদি কাউকে কিছু বলতেই হয়, গোপনে ডেকে নিয়ে বলেন। কর্পোরেট লাইফে সমালোচনাকে বলা হয় ভোঁতা অস্ত্র, কাটার চাইতে রক্ত ঝরায় বেশি। নিজের বন্ধু যতজন তৈরি করে, শত্রু তৈরি করে তারচে অনেক বেশি।
৩। পরামর্শ করে সিদ্ধান্ত নিন। এটা বিশ্বনায়কদের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, সেই রাসুল মোহাম্মদ (সা.) করতেন। সবার সাথে পরামর্শ করলে যেকোনো বিষয়ের প্রায় সবগুলো এঙ্গেল আপনার কাছে পরিষ্কার হবে, মানুষ চিনতে পারবেন অনেক বেশি। আপনার অধিনস্তরা বিদ্রোহ করবে না কখনো, কারণ তাঁরা মনে করবে আপনি তাঁদের মূল্যায়ন করেছেন।
আজ এ পর্যন্তই। স্মৃতি থেকে আরো অনেক কিছুই লেখা যেত, কিন্তু ব্যস্ততায় সম্ভব হলো না। আপনারা আমার উত্তরে আগ্রহী হলে জানান, পয়েন্টগুলো আরো বাড়ানোর চেষ্টা করবো।