চিকেন বল কিভাবে বানায় রেসিপি টা একটু বলবেন?
চিকেন বল কিভাবে বানায় রেসিপি টা একটু বলবেন?
উপকরন :
মুরগির বুকের মাংস (হাড় ছাড়া) ৪০০ গ্রাম পাতলা করে কেটে পেস্ট করুন
ধনিয়া পাতা কুচি
কাঁচা মরিচ ৩ টা
১চা চামচ আদা বাটা
২চা চামচ রসুন বাটা
লাল গুড়া মরিচ সামান্য
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো।
গোলমরিচ গুড়া সামান্য পরিমানে।
৪ টেবিল চামচ তেল।
টমেটো সস ৩ টেবিল চামচ, সয়াসস ৪ টেবিল চামচ, চিলি সস ৩ টেবিল চামচ , লাল গুড়া মরিচ সামান্য ও কিছু পানি দিয়ে সসেস ভাল করে মিশিয়ে নিন।
প্রণালী:
বল তৈরির রেসিপিপ্রথমে মুরগির বুকের মাংস, পেঁয়াজ , ধনিয়া পাতা, কাঁচা মরিচ সব ব্লেন্ডারে দিয়ে পেস্ট করতে হবে। এবার পেস্টের সাথে সয়া সস ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া সামান্য, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ , চিলি সস ৪ টেবিল চামচ , আদা বাটা, রসুন বাটা, লবন ও ১ টেবিল চামচ তেল। সব উপকরণ মাখিয়ে নিন। এবার ছোট ছোট গোল বলের মত করে বানিয়ে নিন ।
এখন একটি পাতিলে বেশি করে পানি নিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে তার মধ্যে বল গুলো ছেড়ে দিতে হবে । বল গুলো সিদ্ধ হলে পানি ঝরিয়ে রাখতে হবে ।