চুইংগাম খেলে নাকি গালের অতিরিক্ত মেদ কমে, এটা কি সত্যি?
চুইংগাম খেলে নাকি গালের অতিরিক্ত মেদ কমে, এটা কি সত্যি?
Add Comment
গালে অতিরিক্ত মেদের কারণে অনেকেরই চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মেদের কারণে ডাবল চিনের আবির্ভাব ঘটে। এক্ষেত্রে চুইংগাম চিবানো একটি কার্যকরী চোয়ালের ব্যায়াম হিসেবে কাজ করে। কেননা চুইংগাম চিবানো এক ধরনের চোয়ালের ব্যায়াম যা ডাবল চিন প্রতিরোধে সহায়তা করে থাকে। এটি মুখের মাংশপেশীকে পরিশ্রম করিয়ে চিবুকের অতিরিক্ত মেদ জমাকে প্রতিরোধ করে। এছাড়া চুইংগাম চিবানো হজমেও সহায়তা করে থাকে ও দাঁতের ক্ষয়রোধ করে। আপনি যদি আপনার চিবুকের অতিরিক্ত মেদটি দূর করতে চান তাহলে এই চুইংগাম খাওয়ার অভ্যাসটি গড়ে তুলুন।