চুপ থাকার উপায় কী কী?
কথা অবশ্যই ভাষা প্রকাশ করতে সাহায্য করে৷ তবে কিছু কথা নিজের মনের সঙ্গেও বলা ভাল৷ এতে মস্তিষ্ক ভীষণভাবে উপকৃত হয়।
চিত্র: গুগল থেকে সংগ্রহীত
কি বেশি কথা বলেন?
এমন প্রশ্নের উত্তরে বলবেন ’না’। কেননা সত্যিকার অর্থেই যারা বেশি কথা বলেন তারা কখনো বুঝতেই পারেন না তারা বেশি কথা বলছেন। কথা বেশি বলা বা অপ্রয়োজনীয় কথা মানুষের মনে বিরক্তিই তৈরি করে।
বেশি কথা বলা মানুষের জন্য দুঃসংবাদ রয়েছে,তা হচ্ছে, যারা কম কথা বলেন তারা অনেক বেশি বুদ্ধিমান। এর অর্থ হচ্ছে যারা বেশি কথা বলেন অথবা কথা দিয়ে মানুষকে বিরক্ত করছেন, তারা নিজেকে কম বুদ্ধিমান মানুষ হিসেবে উপস্থাপন করছেন।
তাই তো জ্ঞানী মানুষ চুপ থাকতে চান,
চুপ থাকার উপায়, কথার উত্তরে মুখে হাসি ব্যাবহারে ভদ্রতা গাম্ভীর্য, স্বল্প শব্দে উত্তর দিয়ে সটকে পড়া।
আমার লেখার সমালোচনা করার আমন্ত্রণ রইল