চুল বাড়ছে কিন্তু অনেক রুক্ষ এবং কোঁকড়ানো, কী করতে পারি?
চুল বাড়ছে কিন্তু অনেক রুক্ষ এবং কোঁকড়ানো, কী করতে পারি?
Add Comment
চুলে একবার রিবন্ডিং করলে আপনাকে বারবারই করতে হয়। তাছাড়া চুলের স্বাস্থ্যের জন্য রিবন্ডিং একেবারেই ভালো না। রিবন্ডিং করার পরে আসলে চুলের একটু বিশেষ যত্ন নেয়ার প্রয়োজন হয়। আপনার চুল যেহেতু রুক্ষ আর কোঁকড়া হয়ে গেছে এবং চুল পড়ছে ও চুল ভেঙ্গে যাচ্ছে এক্ষেত্রে আপনার প্রয়োজন বিশেষ যত্নের। আপনি সপ্তাহে ৩-৪ দিন ঘরেই অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপসুল এবং নারিকেল তেল মিশিয়ে অয়েল ম্যাসেজ করতে পারেন। অয়েল ম্যাসেজের সময়ে তেলগুলো হালকা গরম করে নিলে ভালো ফলাফল পাওয়া যায়। চুলে যেন কোনোভাবে ময়লা না জমে সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে মাসে একবার হেয়ার স্পা ও প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন। এতে করে চুলের রুক্ষতা কমবে এবং চুল পড়া অনেকটাই কমবে। আর পারতপক্ষে রিবন্ডিং করা থেকে বিরত থাকুন।