চুল বা নখ কাটলে রক্ত বের হয় না কেন?
চুল বা নখ কাটলে রক্ত বের হয় না কেন?
Add Comment
আমাদের চুলে আর নখে রক্ত থাকে না। আর এজন্যই চুল কাটলে কিংবা নখ কেটে ফেললে কোনো রক্ত বের হয় না। চুলের কোষগুলো মৃত আর এগুলোতে প্রচুর প্রোটিন জমা থাকে যার কারণে আলাদাভাবে অক্সিজেনের প্রয়োজন পড়ে না কিন্তু নখের কোষগুলো জীবিত এবং এগুলোতেও বিশেষ উপায়ে প্রোটিন জমা থাকে। আর তাই এতে রক্ত প্রবাহ থাকার প্রয়োজন হয় না।