চৌম্বক কোর মেমরি কি?
কম্পিউটার উদ্ভবের গোড়ার দিকে চৌম্বক কোর ই ছিল প্রধান মেমরীর একমাত্র অবলম্বন। সে জন্য এখনও অনেকে প্রধান মেমরীকে কোর মেমরী বলে।আল্পিনের মাথার সমান এক একটি কোর হলে চৌম্বক পদার্থ দ্বারা তৈরী আংটির মত একটি বলয়। কম্পিউটারে প্রধান মেমরীতে এই ধরনের কয়েক হাজার কোর থাকতে পারে।