ছলম থেকে মুক্তি পেতে কী করতে পারি?
ছলম থেকে মুক্তি পেতে কী করতে পারি?
Add Comment
আপনার ত্বকে ফাংগাল ইনফেকশন হয়েছে এবং এর জন্য দীর্ঘ দিন চিকিৎসা প্রয়োজন। আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ দেখাবেন। তার পরামর্শ অনুযায়ী মেডিসিন লাগাবেন এবং কিছু মেডিসিন খেতে হতে পারেন। এছাড়াও আপনি কারও সাথে নিজের পোশাক শেয়ার করবেন না। যেসব খাবারে আপনার শরীরে চুলকায় সেসব এড়িয়ে চলবেন। এছাড়া পভিডোন আইওডিন কুসুম গরম পানিতে মিশিয়ে তুলায় ভিজিয়ে ত্বক পরিস্কার করে মলম লাগালে ভাল ফল পাবেন। এসব স্থানে ক্ষার যুক্ত সাবান না লাগানোই ভাল।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।