ছাত্র জীবনে প্রেম করা কি ভাল?
ছাত্র জীবনে প্রেম করা কি ভাল?
ছাত্রজীবন অনেক লম্বা একটা সময়। শৈশব থেকে তারুণ্য কিংবা তারও বেশি। তুমি কোন সময়টার কথা বলছো সেটা প্রশ্ন। যদি স্কুল বা কলেজের কথা বলো আমি বলবো তখন ম্যাচুইরিটি লেভেল কম থাকে, বিয়ে বা ভবিষ্যৎ জীবনের জন্য দুজনের কমপ্যাটিবিলিটি কেমন হবে সেটা বোঝা সে সময় অনেক কঠিন হয়, অধিকাংশ ক্ষেত্রেই তখন করা সম্পর্ক বেশিদিন অগ্রসর হয় না, উল্টো মানসিক কষ্ট হয় অযথা। স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব থাকাটা আনন্দময় সংসার জীবনের অন্যতম বুনিয়াদ। সেই সাথে ভালোবাসা, পারস্পরিক সমঝোতা, আস্থা, বিশ্বাস, সততা, শ্রদ্ধা, সম্মানও থাকতে হবে। সেই সাথে থাকতে হবে আদর্শ ও নীতিগত মিল। সব যদি থাকে তাহলে বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে অবশ্যই ঠিক। কিন্তু বন্ধুত্ব আছে কিন্তু আদর্শের মিল নেই বা শ্রদ্ধা নেই, ডোমিনেটিং মনোভাব, আস্থা/বিশ্বাসের অভাব, সন্দেহপ্রবণতা, বিপদকে একসাথে ফেস না করা এসব হলে অগ্রসর না হওয়া ভালো। এইসব কিছু ভেবে কার সাথে তুমি জীবন সাজালে হ্যাপি হবে এসব ভেবে যদি কোনো সম্পর্কে অগ্রসর হও, আন্ডারগ্র্যাজুয়েট (বি এস/এ/কম) লেভেলে, হতেই পারো। তবে যে কোনো রিলেশনে কমিটমেন্ট অবশ্যই থাকতে হবে। তাকে বিয়ে করার জন্য পরিবারকে সম্মত করানো থেকে শুরু করে সংসারের হাল ধরা সবকিছুকে দুজনে ফেস করার শক্তি থাকতে হবে।