ছালাতে কিভাবে একাগ্রতা অর্জন করবো?
ছালাতে কিভাবে একাগ্রতা অর্জন করবো?
Add Comment
ছালাতে একাগ্রতা অর্জনের উপায়গুলি দু’ভাগে
বিভক্ত-
(১) একাগ্রতা সৃষ্টি ও তা শক্তিশালীকরণের পদ্ধতি
গ্রহণ করা।
(২) ‘খুশূ’তে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয়গুলো
পরিহার করা।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন, দু’টি
বস্ত্ত ‘খুশূ’র জন্য সহায়ক। প্রথমটি হ’ল – মুছল্লী যা
বলবে, যা করবে; তা অনুধাবন করবে। স্বীয়
তেলাওয়াত ও দো‘আসমূহ গভীরভাবে চিন্তা-ভাবনা
করবে। সর্বদা হৃদয়ে জাগরূক রাখবে যে, সে আল্লাহর
সম্মুখে প্রার্থনারত এবং তিনি তাকে দেখছেন।
কেননা ছালাতরত অবস্থায় মুছল্লী আল্লাহর সাথেই
কথপোকথন করে। হাদীছে জিবরীলে ইহসানের
সংজ্ঞায় এসেছে, ‘আল্লাহর ইবাদত কর এমনভাবে,
যেন তাঁকে দেখতে পাচ্ছ। যদি তুমি দেখতে না পাও,
তবে তিনি তোমাকে দেখছেন’। (সহীহ বুখারী হা/৫০, মুসলিম হা/৮)