ছেলেদের ফ্যাশনে হ্যাটের গুরুত্ব কতটুকু?
ছেলেদের ফ্যাশনে হ্যাটের গুরুত্ব কতটুকু?
Add Comment
ছেলেদের ফ্যাশনে হ্যাটের অনেক গুরুত্ব রয়েছে। সাধারণত শীতকালে ছেলেরা তাদের ফ্যাশনেবল পোশাক আশাক পরিধান করতে পারেন। কেননা বিভিন্ন স্টাইলের পোশাকের মাঝে শীতপ্রধান পোশাকই বেশি রয়েছে। এর মাঝে একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে হ্যাট। বাজারে বিভিন্ন ধরনের হ্যাট পাওয়া যায়। মুখের গড়ন অনুযায়ী এর ধরণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ছোট বড় নানা আকারেরও হ্যাট পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে পুরুষরা গরমকালেও হ্যাটের ব্যবহার করে থাকেন। এর মূখ্য একটি কারণ হল মাথায় চুল কম থাকা। যাদের মাথায় চুল কম থাকে তারা প্রায় সবসময়ই বিভিন্ন ধরনের হ্যাট বা টুপি পরে থাকেন। সুতরাং বলা যায় পুরুষের ফ্যাশনে হ্যাটের গুরুত্ব কোনো অংশেই কম নয়।
ধন্যবাদ