ছেলেরা তাদের জীবনের কতটা সময় দাড়ি কামিয়েই কাটিয়ে দেয়?
কি আজব ব্যাপার তাই না। ছেলেদের দাড়ি ওঠে কিন্তু মেয়েদের ওঠে না। ছেলেদের কিছুদিন পরপর এই দাড়ি আবার কেটে ফেলতে হয়। না হয় অনেক বড় হয়ে যায়। ছেলেরা তাদের জীবনের কতটা সময় এই দাড়ি কামিয়েই কাটিয়ে দেয়?
নারীদের কাছে পুরুষরা আকর্ষণীয় হয়ে ওঠে তাদের বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল আর দাড়ি ও গোঁফের ছাঁতের কারণে। নারীরা পুরুষদের বিভিন্ন স্টাইলের দাঁড়ির কাটে মুগ্ধ হয়ে যান। তাদের মাঝে এক ধরনের ভালোলাগা কাজ করে।
সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল ছেলেদের দাড়ি গজাতে থাকে। অনেক ক্ষেত্রে তারা প্রথমাবস্থায় বিচলিত হয়ে পড়েন। পরবর্তীতে স্বাভাবিক হয়ে যান। সে সময় থেকেই ছেলেরা দাড়ি কামাতে শুরু করেন। এমতাবস্থায় গবেষণায় দেখা গেছে গড়ে একজন পুরুষ তার সারা জীবনে প্রায় ২০ হাজার বার দাড়ি কামিয়ে থাকেন। অর্থাৎ শুধু শেভের জন্য তিনি তার সারা জীবনে প্রায় ৩ হাজার ঘণ্টা সময় ব্যয় করেন। গড় প্রতি, একজন পুরুষ তার জীবনে মুখমণ্ডলের প্রায় ৮ মিটার দাড়ি কামিয়ে থাকেন। শতকরা ৫০ ভাগেরও বেশি যুবক মুখ মণ্ডলে শৌখিন ও আধুনিক বিভিন্ন ফ্যাশনে তাদের দাড়ি, গোঁফ রাখতে বা ছাঁটতে পছন্দ করেন। কয়েক বছর আগে ব্যতিক্রমী এক জরিপে জানা গিয়েছিল এরকমই বেশ কিছু মজার তথ্য।