ছেলেরা মেয়েদের কোন বৈশিষ্ট্যগুলো পছন্দ করে এবং কী দেখে প্রেমে পড়ে?
ছেলেরা মেয়েদের কোন বৈশিষ্ট্যগুলো পছন্দ করে এবং কী দেখে প্রেমে পড়ে?
Add Comment
উফ! কখনও ভাবিনি এমন প্রশ্নের উত্তর দেওয়ার সৌভাগ্য হবে। এখন যেহেতু সৌভাগ্য হয়েছে তাই আর কথা না বাড়িয়ে আসল কথা বলে ফেলি।
হাসি ~ আমি বরাবরই মেয়েদের হাসি দেখে ফিদা হয়ে যাই। আমি ভুল না করলে, বেশিরভাগ ছেলেরা প্রথম মেয়েদের হাসি দেখে প্রেমে পড়ে যায়।
- পোশাক~ এই জিনিসটা আমার সম্পুর্ণ ব্যাক্তিগত একটা পছন্দ। পোশাক সুন্দর হতে হবে এমনটা নয় তবে পরিপাটি হলে সবাইকে যেকোন পোশাকে মানায়। আমি এ পর্যন্ত যতজনের উপর ক্রাশ খেয়েছি বেশিরভাগই পোশাক দেখে।