ছোট বাচ্চারা ঘুমের মধ্যে কেঁদে উঠে কেন ?
ছোট বাচ্চারা ঘুমের মধ্যে কেঁদে উঠে কেন ?
Add Comment
বাচ্চারা বিভিন্ন কারণে ঘুঁমের মধ্যে কেদেঁ উঠে। সাধারণত: ক্ষুধা অনুভত হওয়া, পেট ব্যথা, মশা বা পিপড়ার কামড় ইত্যাদি। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের যেমন অনুভূতি আছে তেমনি বাচ্চাদেরও আছে শীত লাগা, গরম অনুভুত হওয়া ইত্যাদি। অনেক সময় হজমে গন্ডগোলের কারণে বাচ্চাদের অস্বস্তি হয় যার জন্য ও বাচ্চারা ঘুমের মধ্যে কেঁদে উঠে। তবে এটি যদি অতিরিক্ত হয় দিনে সাত আট বার তাহলে শিশু ডাক্তার দেখানো যেতে পারে।