জাকাত কি শুধু রমজান মাসে আদায় করতে হয়?
জাকাত কি শুধু রমজান মাসে আদায় করতে হয়?
Add Comment
অনেক মানুষ মনে করে যে, জাকাত শুধু রমজান মাসে আদায়যোগ্য আমল। এ ধারণা ঠিক নয়। নিসাব পরিমাণ সম্পদের উপর এক চান্দ্র বছর অতিবাহিত হলেই সেই সম্পদের জাকাত দেওয়া ফরয। জাকাত ফরয হওয়ার পর দ্রুত আদায় করতে হবে। কিন্তু কোনো কোনো লোককে দেখা যায়, তাদের জাকাতবর্ষ রমজান মাসের আগে, এমনকি ৪/৫ মাস আগে হয়ে যায়।
এরপরও তারা তখন জাকাত আদায় করে না; বরং রমযানের অপেক্ষা করতে থাকে। এমন করা আদৌ উচিত নয়। বরং গরীবের পাওনা যত দ্রুত আদায় করা যায় ততই শ্রেয়। হ্যাঁ, যাদের জাকাতবর্ষ রমজান মাসে পূর্ণ হয় তারা রমযানেই আদায় করবেন।
গ্রন্থনা : মাওলানা মিরাজ রহমান