জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়স্বজনদের মধ্যে কাদের জাকাত প্রদান করা যাবে না?
জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়স্বজনদের মধ্যে কাদের জাকাত প্রদান করা যাবে না?
Add Comment
জাকাতদাতার সরাসরি ঊর্ধ্বতন যেমন, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি এবং আরো উপরের দিকে ও অধস্তন যেমন- পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী, দৌহিত্র-দৌহিত্রী- এভাবে আরো নিচের দিকের কেউ জাকাত নিতে পারবে না। এবং স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এ ছাড়া অন্যান্য আত্মীয়স্বজন যেমন ভাইবোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি আত্মীয়স্বজনরা জাকাত পাওয়ার উপযুক্ত গরিব হলে তাদের জাকাত দেওয়া যাবে।
[বাদায়েউস সানায়ে ২/১৬২; আদ্দুররুল মুখতার ১/৪২৬]