জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়স্বজনদের মধ্যে কাদের জাকাত প্রদান করা যাবে না?

জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়স্বজনদের মধ্যে কাদের জাকাত প্রদান করা যাবে না?

Add Comment
1 Answer(s)

    জাকাতদাতার সরাসরি ঊর্ধ্বতন যেমন, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি এবং আরো উপরের দিকে ও অধস্তন যেমন- পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী, দৌহিত্র-দৌহিত্রী- এভাবে আরো নিচের দিকের কেউ জাকাত নিতে পারবে না। এবং স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এ ছাড়া অন্যান্য আত্মীয়স্বজন যেমন ভাইবোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি আত্মীয়স্বজনরা জাকাত পাওয়ার উপযুক্ত গরিব হলে তাদের জাকাত দেওয়া যাবে।

    [বাদায়েউস সানায়ে ২/১৬২; আদ্দুররুল মুখতার ১/৪২৬]

    Professor Answered on July 1, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.