জীবনকে পরিবর্তন করার বেশি দেরি হওয়ার আগে কিছু বলবেন কি?
প্রতিটা সফল গল্পের পিছনে একটা বিষন্নতার ইতিহাস লুকিয়ে থাকে কিন্তু যখন সফলতার গল্প শুরু হয় তখন বিষন্নতার ইতিহাস ও বিলীন হয়ে যায়। যে কয়জন মানুষ সফল হয়েছেন তারা সকলে এক সময় বিষন্ন ছিলেন, অনেকে হয়তো কয় একবার আত্মহত্যা করতে গিয়ে ও ব্যর্থ হয়েছেন।
সব জায়গা ব্যর্থ ছিলেন কত কথা, কত টিটকিরি, কত উপহাস, কত গালি, কত অবহেলা, কত খারাপ কথা,কত না খেয়ে থাকা কত কষ্ট করা সব উপেক্ষা করে যখন সফলতা তখন শুধু সফলতা ই সকল ব্যর্থতার গ্লানি কোথায় হারিয়ে যাবে।
আজকে আপনি যেই মানুষ টাকে অযোগ্য বলছেন উপহাস করছেন কাল হয়তো ঐ মানুষ টার কাছেই আপনাকে যেতে হতে পারে। যেই মানুষ টা কে আপনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্য করলেন না সেই মানুষ টার সাহায্য আপনার দরকার হতে পারে। সে কিন্তু সফল আপনি সাহায্য করলে বা উপহাস না করলে সে হয়তো আরো সহজে সফল হতো।
মানুষের দিন সমান যায় না। তাই কাউকে উপকার করতে না পারলে ক্ষতি করবেন না সাহায্য করতে না পারলে আশ্বাস দিবেন না। সে আপনার উপকার করুক আর না করুক মানুষ হিসাবে আপনাকে সম্মান করবে অন্তত্ব ঘৃনার চোখে দেখবে না।
ভাংগা কুলো ছাই ফেলতে ও লাগে। এইটা ই বাস্তবতা ..