জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

    Add Comment
    1 Answer(s)
      1. নিজেকে গভীরভাবে জানুন ও অনুসন্ধান করুন।
      2. অন্যের কথায় কান দিবেন না।
      3. দিনশেষে আপনি শুধুই আপনার আমি শুধুই আমার।
      4. কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না।
      5. যত ঝড় তুফানই আসুক না কেন,সময় নিন।সব ঠিক হয়ে যাবে।
      6. কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।
      7. কথা যত কম বলবেন ততই ঝামেলা মুক্ত থাকবেন।
      8. মানুষকে ‘না’ বলার পরিমাণ বাড়িয়ে দিন।
      9. কারো সাথে ব্যক্তিগত শত্রুতা রাখবেন না।
      10. কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবেনা।
      11. কাউকে অন্ধভাবে অনুকরণ এবং অনুসরণ করা যাবে না।
      12. অন্যের কথামতো উঠবস করা যাবে না।
      13. অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে।
      14. বোবার কোন শত্রু নেই,এটি মাথায় রাখুন।
      15. বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
      16. নিজেকে সময় দিন এবং নিজের প্রতি যত্নবান হোন।
      17. সময়কে অনুৎপাদনশীল খাতে ব্যয় করবেন না।
      18. মনে রাখুন যে কোনো সম্পর্ক স্থায়ী নয়।
      19. নিজের কোন ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেয়া যাবে না।
      20. নেতিবাচক লোকদের সঙ্গ পরিত্যাগ করতে হবে।
      21. জীবনকে উপভোগ করুন।
      22. জীবনে বেঁচে থাকাটাই জরুরি।বেঁচে থাকলে টুডে এন্ড টুমোরো আপনি বিজয়ী হবেনই।
      Professor Answered on May 6, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.