জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

    জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

    Doctor Asked on December 24, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      অনুপ্রেরণামূলক কথা বার্তা শুনতে খুব একটা পছন্দ করি না। যা টুকটাক শুনেছি, পড়েছি তার মূল বক্তব্য-

      1. পরিশ্রম করে যাও
      2. হতাশ হইয়ো না
      3. লেগে থাকো, হাল ছেড়ো না

      অনুপ্রেরণামূলক কথা বার্তা শুনতে যে সময় যাবে সেই সময়টাতে কাজ করলে অনেকখানি এগিয়ে যাবেন। সবার চলার রাস্তা একই নয় কিন্তু কিছু পেতে গেলে আপনাকে ঐ তিনটি নীতি মেনে চলতে হবে, বিকল্প কিছু নেই এটা সবার জানা। তাই আমাদের উচিৎ হবে গাদা গাদা অনুপ্রেরণামূলক কথা বার্তা না শুনে কাজে লেগে পড়া।

      হতাশা থেকে বেঁচে থাকবেন কীভাবে? সহজ হিসাব। ‘কাজ করে যাবেন, ফলের আশা করবেন না।’ ব্যস, ঝামেলা চুকে গেল।

      সাথে কিছু বিষয় খেয়াল রাখবেন-

      • আশা করছি আপনি একজন ছাত্র। সে হিসেবে এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো লেখাপড়া করা। কাজটা যেহেতু করতেই হবে, সেখানে আপনার সর্বোচ্চ দিয়ে দিন।
      • শরীরের যত্ন নিবেন। ঠিকঠাক খাওয়া দাওয়া, রুটিনমতো ব্যায়াম করবেন।
      • ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এটা আপনাকে শৃঙ্খলার মধ্যে রাখবে।
      • বিড়ি, সিগারেট, মদ, গাঁজা থেকে যথাসম্ভব দূরে থাকবেন। এগুলো শুধুই অর্থের অপচয় ঘটাবে।
      • মানুষকে অন্ধ বিশ্বাস করবেন না।
      • বন্ধু নির্বাচনে সতর্ক হবেন।
      • ধন্যবাদের আশা না করেই অন্যের উপকার করবেন, ভালো ব্যবহার করবেন।
      • পাঠ্য বইয়ের বাইরেও অন্য বই পড়ার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবেন।
      • নিজের পরিবারকে কখনো ভুলে যাবেন না। সর্বাবস্থায় বাবা মায়ের খেয়াল রাখবেন।
      • অলসতা পরিহার করবেন।
      • রাগের মাথায় কোন সিদ্ধান্ত নিবেন না।
      • সাইকেল, মোটরসাইকেলকে পঙ্খীরাজ ভাববেন না। দুর্ঘটনা বলে কয়ে আসে না, সতর্কতা নিজের।
      • জীবনসঙ্গী নিয়ে চিন্তিত হবার কিছু নেই, সময় হলে দেখা পেয়ে যাবেন।
      • মাত্রাতিরিক্ত আবেগ পরিহার করে বাস্তবতা মেনে নিবেন।

      হতাশ না হয়ে লেগে থেকে পরিশ্রম করে যাবো। জীবন পাল্টাতে বাধ্য। সফলতা আপেক্ষিক, অন্তত শান্তির অভাব হবে না। ‘কর্ম করে যাবো, ফলের আশা করবো না’- নীতি তো আছেই।

      Professor Answered on December 24, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.