জীবনকে পাল্টানোর জন্য কিছু উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য কিছু উপদেশ দেবেন কি?
লোকের কথায় কান দেওয়া ছেড়ে দাও
কারন তাদের খুশি করতে যদি তুমি আকাশে উড়ে দেখাও তবুও তারা এটাই বলবে বেচারা হাঁটতে পারে না। আমরা বাঁচতে
পারলাম না শান্তি মতো সেই চারজন লোকের জন্যে যাদের আজ পর্যন্ত আমরা কখনই দেখনি
যেদিন থেকে তোমায় জাগানোর কাজ তোমার মায়ের বদলে নিজের দায়িত্ত্ব করতে শুরু করবে
সেদিন ই বুঝবে যে তুমি পরিবার সামলানোর যোগ্য
জীবনে সবথেকে বড়ো থাপ্পড় আমরা কারোর ওপর করা এক্সপেকটেশন থেকেই খাই।
যতো বেশি এক্সপেকটেশন রাখবে ততো বেশি নিরাশ হবে।
প্রকৃতির কিছু সুন্দর নিয়ম আছে, যদি তুমি এটা বুঝে নাও তাহলে কখনও দুঃখী হবেনা তুমি
প্রথম নিয়ম, যদি খেতে বীজ না বপন করা হয়, তাহল প্রকৃতি সেই ক্ষেত কে ঘাস আর আগাছা দিয়ে ভরে দেয়।
ঠিক তেমনই তোমার মনে যদি ভালো বিচারবুদ্ধি না থাকে তাহলে খারাপ বিচারবুদ্ধি তোমার মনে জায়গা করে নেয়।
দ্বিতীয় নিয়ম, যার কাছে যেটা থাকে সে সেটাই দিতে পারে, সুখী সুখ ভাগ করে নেয়, দুঃখী দুঃখ share করে, জ্ঞানী জ্ঞান share করে, আর কুসংস্কার ই মানুষ কুসংস্কার শেখায়। ভীতু ভয় দেখায়
এই জন্যে ভেবে চিন্তে নিজের সঙ্গ বাছাই কর
কারন সামনের মানুষটা তোমায় সেটাই দেবে যেটা তার মনে আছে।
কথার মধ্যে অনেক শক্তি থাকে, মিষ্টি কথা বলা লোকের লংকাও বিক্রি হয়ে যায়
আর তেতো বলা লোকের চিনি ও বিক্রি হয় না
ভিডিওর শেষে শুধু এটাই বলব
সময়ের অপেক্ষা করতে শেখো, সব কাজ সহজ হওয়ার আগে কঠিন ই থাকে
কারোর সুখের কারন হও ভাগীদার নয়
আর কারোর দুঃখের ভাগীদার হও কারন নয়
ঈশ্বর এই প্রকৃতি সৃষ্টির সময় খাবারের মধ্যে পোকা সৃষ্টি করেছে, নয়ত লোকে এটা সোনা রুপার মতো জমা করে রেখে দিতো। আর পুরো দুনিয়ার লোক অনহার এ মর্ত
মৃত্যুর পরে ঈশ্বর আমাদের শরীর এ দুর্গন্ধ সৃষ্টি করেছেন, নাহলে কেউই নিজের প্রিয়জন কে কবর বা আগুনে পুড়িয়ে ফেলত না।
প্রতিদিন এমন কিছু শুনতে হলে আপনি আমায় ইনস্টাগ্রাম এ ফলো করতে পারেন সেখানে রোজ এমন কিছু কনটেন্ট আপলোড করি