জীবনকে পাল্টানোর জন্য কিছু উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য কিছু উপদেশ দেবেন কি?
Add Comment
জীবন পাল্টানোর অনেক… অনেক, “উপদেশ” আছে। কিন্তু, তাতে করে জীবন পাল্টানোর কিছু সমাধান মিলবে …!!?? আমার তো মনে হয়…. মিলবে না!!।
তার কারণ, আমরা আমাদের জীবনে যে ভুলগুলো করি তার জন্য জীবন পাল্টানোর কোন “উপায়” নেই।
যতদূর… আপনার পরিবারের গল্প শুনবেন, এই তিনটি ভুল আপনার ঠাকুরদাদা করেছেন, বাবা করেছেন, তাদের দেখা দেখি বর্তমানে আপনিও করছেন।
তো কি করে.. “জীবন টা পাল্টাবে” বলুন না..?
এই তিনটি ভুল আপনাদের জানাচ্ছি, চেষ্টা করে দেখুন শোধরাতে পারেন কি না ।
আমার তো মনে হয়, এই ভুলগুলো জানার পরেও শোধরাতে পারবেন না… অতএব, জীবনটাকে পরিবর্তন করা কঠিন …!!
তবে কি বলুন তো… জীবনকে পরিবর্তন না করতে পারলেও… “এরা ভালো আছে, ভালো থাকবে”।….