জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
- সকাল সকাল ঘুম থেকে উঠুন।
- সময়ের কাজ সময় করুন।
- বিল গেটস চুল ছিঁড়া বোঝা বেঁধেছে তাকে অনুসরণ করুন।
ভাই বিশ্বাস করেন আপনি কেয়ামত অবধি এমন ঘাপচিংক মার্কা টিপস পরতে পরতে মানতে মানতে আপনি ছাতা ফাতা হয়ে গেলেও জীবন পাল্টাবেনা না।
এক এক জনের লাইফ স্টাইল এক এক রকম- তেমনি তাদের জীবন পরিবর্তনের রাস্তাটাও। মার্ক জুকারবার্গ সফল হয়েছে তার জীবনের প্রথম কাজেই, তেমনি জ্যাক মা সফল হয়েছেন শতবার ব্যর্থতার পর।
কেউ ১২ঘণ্টা ঘুমিয়েও তার কাজগুলো ঠিক ভাবে মেইন্টেইন করতে পারে। কেউ ৬ ঘন্টা ঘুমিয়েও পারে না। কেউ অফিস যাবার ২০ মিনিট আগে উঠেও রেডি হয়ে বেরুতে পারে তো কেউ ২ঘন্টা আগে উঠেও লেট করে। তাই আসলে আপনার জীবন পাল্টানোর টিপস গুলো হবে একান্তই আপনার।
প্রতেক সফল ব্যক্তি নিজেদের রাস্তা নিজেরা তৈরি করেছে । সবার গল্প ভিন্ন। কাজ করার ধরন ভিন্ন। তাদের মত আপনার লাইফ স্টাইল না। তাই অন্যদের দেয়া টিপস আপনার কোন কাজেই আসবে না। মার্ক জুকারবার্গ হার্ভার্ড ড্রপ আউট আর আপনি অজপাড়া গাঁয়ে ক্লাস মিস দিয়ে তার তুলনা দেন- আগে হার্ভার্ড পর্যন্ত যান তো।
তাই আসলে আপনি কিভাবে জীবন পাল্টাবেন কোন পথে হাঁটবেন সবটাই আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
কিভাবে কাজ করবেন- আপনার কর্মপদ্ধতি সবটাই আপনাকে নিজেকেই তৈরি করতে হবে।
তাই জীবন পাল্টানোর টিপস হচ্ছে, নিজের রাস্তা নিজেই তৈরি করা। আপনি সারা দিন ঘুমিয়ে রাতেও কাজ, জ্ঞান অর্জন করতে পারেন আবার রাতে ঘুমিয়ে দিনে। আপনি না খেয়ে ফিট থাকতে পারলে আমার খাওয়ার পরামর্শ কোন কাজের??
তাই নিজের রাস্তা নিজেই তৈরি করুন। নয়ত ইউটিউব এ গিয়ে ঘাপচিং মার্কা মোটিভেশনাল স্পিচ দেখুন।
- ১ মাসে জীবন পাল্টানোর টিপস।
- কিভাবে নিজের সেরা সংস্করণ হতে পারি।
[বি:দ্র: মোটিভেশনাল স্পিচ আর মাস্টারব্রেশন এর মাঝে অদ্ভুত মিল আছে। দুটোই সাময়িক উত্তেজনা সৃষ্টি করে আস্তে আস্তে সব নিস্তেজ হয়ে যায় ]