জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
নিজে মানি বা না ই মানি, উপদেশ দিতে একটু ভালোই পারি। তাই প্রশ্নকর্তাকে ধন্যবাদ।
১.আবেগকে প্রশ্রয় দিবেন না, বরং বাস্তবতাকে মেনে নিন।
২.হিংসা করবেন না, কারো ভালো দেখে এটা চাইবেন না যে সেটা ধ্বংস হোক। বরং ঈর্ষান্বিত হোন যেন আপনিও তার মতো হতে পারেন। ইর্ষা করতে দোষ নেই।
৩.বিরক্তি ভাবকে প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকুন।
৪.বিনা প্রয়োজনে অস্ত্র বা হাতিয়ারের সাহায্য নেয়া থেকে বিরত থাকুন।
৫.বর্তমানকে প্রাধান্য দেয়া বোধহয় একটু বেশিই জরুরি।
৬.সবসময় ঠোঁটে হাসি বজায় রাখুন
৭.কোন কাজ করার আগে “যদি না হয় ” এই চিন্তাটা না করাই বোধহয় ভালো।
৮.অন্যকারো জন্যে নিজের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলবেন না, ভবিষ্যত অন্ধকার হলে কিন্তু সেই ব্যক্তিকেও কাছে পাবেন না
৯. হুট করে সিদ্ধান্ত না নিয়ে বরংং এক্টু ভাবুন। আর নিজে কোন সমাধান না পেলে কাছের মানুষদের জিজ্ঞেস করুন। তবে হুবহু কারো বুদ্ধি নিতে যাবেন না। সবার বুদ্ধি মিলিয়ে, নিজে চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত নিন।
১০.সবশেষে, সবার আগে মা বাবার উপদেশকে প্রাধান্য দিন