জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?

    Add Comment
    1 Answer(s)

      ১.রাতজাগার অভ্যাস ত্যাগ করে, ভোরে উঠার অভ্যাস করতে হবে।এতে আপনার ভালো ঘুম হবে এবং কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।

      ২.স্বাস্থ্যই সকল সুখের মূল এ-ই কথাটি মাথায় সবসময় রাখতে হবে।আপনি সুস্থ না থাকলে আপনার আগামীর সকল ধরনের পরিকল্পনা অঙ্কুরে বিনষ্ট হবে।

      ৩.নিজের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা জরুরী। অন্যথায়,শীঘ্রই দুর্দিনের সাক্ষাৎ পাবেন।

      ৪.whatever is happening , is happening for good এই বাক্যটিকে মেনে নিতে অভ্যস্ত হোন।তাহলে,অনেক চিন্তা,দুশ্চিন্তা, হতাশা থেকে রেহাই পাবেন।

      ৫.আগামীকাল কখনো শেষ হবে না।আপনার কাজকে আগামীকালের জন্য ফেলে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলার মানসিকতা তৈরী করুন।

      ৬.বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন, অফিসের কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।যেকোন সময় যেকোন কাউকে কাজে লাগতে পারে।

      ৭.নিজেকে আরেকজনের সাথে তুলনা করে হতাশ হওয়ার দরকার নাই।হতে পারে আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।

      ৮.সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারেই দূরে থাকা কঠিন যদি একবার আপনি অভ্যস্ত হয়ে যান।তবে এসব মাধ্যম সীমিত পরিসরে ব্যবহার করতে পারলে ভালো।এখান থেকে আপনি ইতিবাচক বিষয়গুলো দেখতে পারেন।

      ৯.সফলদের জীবনী পড়ুন,মোটিভেশনাল বই পড়ুন,TED-Talk এর ভিডিও দেখতে পারেন।এসবে আপনি অনুপ্রাণিত হবেন।

      ১০. সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবেন,ধর্মীয় বিধিনিষেধ মেনে চলবেন।

      Professor Answered on September 6, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.