জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
জীবনকে পাল্টানোর জন্য দশটি উপদেশ দেবেন কি?
Add Comment
- অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা ত্যাগ করুন। আপনি যে কাজটি করছেন সেটা মন দিয়ে করুন। সফলভাবে সম্পূর্ণ করার প্রয়াস করুন। কাজের ফলাফল কি হবে সেটা ভেবে সময় নষ্ট করবেন না। প্রত্যেকটা ধাপ সূক্ষ্মভাবে সফল করুন। যখন একটি লক্ষ্য পূরণ হবে… সঙ্গে সঙ্গে আরেকটি লক্ষ্যের উদ্দেশ্যে কাজ শুরু করুন। প্রত্যাশা করবেন না। কারো কাছে কিছু প্রত্যাশা করলেই আশাহত হবেন, মনে আঘাত পাবেন।
- আমিষ খাবার ত্যাগ করে নিরামিষাশী হওয়ার চেষ্টা করুন। আমিষ খাবার হজম করার জন্য যত বেশি পরিমাণ এনার্জি খরচা হয়, নিরামিষ খাবার হজম করার জন্য ততটা এনার্জি খরচ হয় না। এছাড়া নিজে বেঁচে থাকার জন্য অন্যকে হত্যা নাইবা করলেন। পাপ পুণ্যের কথা ভুলে যান, মানবিকতার দিকটাও বিচার করুন। আদিম যুগে মানুষ যখন চাষবাসের পদ্ধতি জানতো না তখন বেঁচে থাকার উদ্দেশ্যে শিকার করে মাংস ভোজন করত। কিন্তু আধুনিক সময়ে মানুষ বেঁচে থাকার জন্য অনেক উপায় রপ্ত করতে পেরেছে। তাই মনে হয় না বর্তমান সময়ে বেঁচে থাকার জন্য মাংসের খুব প্রয়োজন আছে। এটা সত্যি যে, নিরামিষ ভোজীরা, আমিষ ভোজীদের তুলনায় কম রোগ অসুখে ভোগে।
- যদি নিরপেক্ষ খবর দেখতে চান এবং গুণগত মান যুক্ত যুক্তি তর্ক উপভোগ করতে চান তাহলে এবিপি নিউজ, জি নিউজ এরকম সুবিধাবাদী খবরের চ্যানেলগুলি বাদ দিয়ে ভারত সরকারের অধীন সাংসদ TV এবং ডিডি নিউজ দেখা শুরু করুন।
- রবিবার… সোমবার নয়, প্রত্যেকটা দিনকে শুধু দিন হিসেবেই দেখুন। প্রত্যেক দিনেই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাই রোববার মানে ছুটির দিন, সোমবার থেকে শুক্রবার কাজের দিন এরকম ভাবার কোন প্রয়োজন নেই। নিজের প্রয়োজন অনুযায়ী প্রত্যেক দিনই নিজের উন্নতির জন্য কাজ করুন।
- বিশেষ প্রয়োজনেও বাইরের হোটেলে ভাত, মাছ, মাংস খাওয়ার থেকে ঘরে যেমন তেমন ভাবে ভাত, ডাল, আলু চোখা খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর।
- কোন ফালতু মানুষের কথা শুনে ঘুগনি, ঝালমুড়ি বিক্রি করে কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না। এটা অনেকটা লটারি টিকিট কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখার মত। নিজের যোগ্যতা মত কাজ খুঁজুন এবং নিজের ভবিষ্যৎ তৈরি করুন। এ রাজ্যে যোগ্যতার দাম না থাকলেও মনে রাখবেন কোথাও কোথাও আপনার যোগ্যতার সঠিক মূল্য অবশ্যই পাওয়া যেতে পারে। চেষ্টা করে দেখুন। হাল ছেড়ে বসে থেকে কি হবে।
- জীবনে অন্তত একবার এরকম একটি বাইক কিনে দূরদূরান্তে ঘুরতে চলে যান। জীবনকে নতুন ভাবে জানতে পারবে না।