জীবনটা আপনার কাছে কেমন মনে হয়?
জীবনটা কেমন মনে হয় ? সেটা তো এক্কেবারে নিজের মুডের ওপর নির্ভর করে আর বয়সের ওপর।
ছোটবেলায় জীবন কি সেটাই তো জানতাম না। তখন সবই সুন্দর ..বর্ণময়। সব ভাল লাগতো। ঐ পড়াশোনা, পরীক্ষা টরীক্ষার সময় মনে হতো কাজের মাসী কালীতারার জীবনটাই সুখের। কোন চাপ নেই। বাড়ী বাড়ী যাও …বাসনকোসন মাজো আর এক থালা ভাত খেয়ে সন্ধ্যে হতেই ঘুমিয়ে পড়ো । আমি যখন হরলিক্স খেয়ে পড়তে বসেছি তখন কালীতারামাসী ভসভস করে নাক ডেকে ঘুমোচ্ছে। কি আনন্দ ওদের। ভগবানকে বলতামও ..হে শিব ঠাকুর আমাকে কালীতারা মাসী করে কেন পৃথিবীতে পাঠালে না প্রভু ?
বয়স বাড়ার সাথে সাথে বুঝলাম ভাগ্যিস কালীতারা হইনি। মায়ের কথাই ঠিক। উনি বলতেন তুমি এখন কষ্ট করে পড়াশোনা করো তাহলে পরে আরাম করতে পারবে। যে এখন পড়াশোনা না করে আরাম করছে তাকে পরে কষ্ট করতে হবে। জীবনে কোন না কোন সময় তোমাকে কষ্ট করতেই হবে। এখন তুমি বিচার করো আরামটা কখন করতে চাও ? সত্যি তখন পড়াশোনা করেছিলাম বলে আজ আরাম করছি…একটা ভালো জীবন কাটাচ্ছি। তবে আমি চাকরি করিনা কিন্তু । এনটিপিসিতে চাকরি পেয়েও চাকরি করিনি…জাস্ট পায়ের ওপর পা তুলে আরাম করে খাবো বলে। এখন এটাই করছি..স্বামীর ঘাড় মটকে মুড়িঘন্ট চিবোচ্ছি।
বললাম না জীবনকে কি ভাবে উপভোগ করব সেটা মুডের ওপর নির্ভর করে ? একদম তাই। আজ যদি মুড ভাল ..তো দুনিয়া ভালো। সব সুন্দর । ক্ষণে ক্ষণে লালালালা করে গান গেয়ে উঠছি। আর মুড খারাপ থাকলে সব খারাপ। মানুষ খারাপ ..গোটা পৃথিবীটা জঘন্য ….এই জীবন বৃথা। মানুষ জন্ম যে কত খারাপ সেটা উপলব্ধি করি। কেন যে পাখী হয়ে জন্মালাম না ভেবে দুঃখ পাই…কোকিল না হই নিদেনপক্ষে কাক জন্মও ঠিক ছিল। দুদিন পরেই আবার মনে হয় ভাগ্যিস মানুষ হয়ে জন্মেছি। মুড সুইং কেস আরকি ।
জীবনের অজানা মোড়গুলো বেশ ইন্টারেস্টিং । হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমাকে আরেকটু পরিণত করছে। ভাল মন্দ সব ঘটনাই অভিজ্ঞতা বাড়াচ্ছে…জ্ঞান বাড়াচ্ছে ..চৌকশ করছে। আর আমাকে ওয়াইজ ( বাংলাটা মনে আসছে না ) বানাচ্ছে । বিচারবুদ্ধিতে শান পড়ছে। ভাল …খুব ভাল লাগে।
এই বয়সে এসে ( তাই বলে আমাকে বুড়ী ভেবে বসে থেকো না আবার ) এটা বুঝেছি আর কিছু না পারি নিজের প্রতি সৎ থাকাটা অনেক জরুরি। রাতে যখন ঘুমোতে যাবো তখন যেন মনে কোন খুতখুত না থাকে। এটা করা উচিত হয়নি..ওটা বলা ঠিক হয়নি…ইসসস কথাটা শুনিয়ে থোতা মুখ ভোঁতা করে দেওয়া উচিত ছিল…এসব একদম না। নিজের একটা স্পষ্ট স্থান বা স্থিতি থাকা দরকার। যা করবো বুঝেশুনে করব…তারপর আর নো পস্তানো।
যাইহোক জীবন আমার কাছে …
টক ঝাল মিষ্টি
চোখে অল্প বৃষ্টি ।
সব মিলিয়ে লাইফ আমার কাছে ওওওওওলালা….ঝিংগালালা ।