জীবনসঙ্গী বেছে নেওয়ার সময়ে কোন গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকেই খেয়াল করেন না?
জীবনসঙ্গী বেছে নেওয়ার সময়ে কোন গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকেই খেয়াল করেন না?
জীবনের একটা সবচেয়ে ভুল সিদ্ধান্ত থেকে উপলদ্ধি করেছিলাম যে জীবনসঙ্গী নির্বাচনের সময় কোন্ কথা খেয়াল রাখা উচিৎ ।
তখন আমি সবে কলেজে পড়া শুরু করেছি । সেই সময় আমার মনে হতো — পড়াশোনাতে ভালো মানেই সে নিঃসন্দেহে ভালো মানুষ । তাই সেইরকম মানুষকে নিঃসন্দেহে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা যায় । কিন্তু ভুল ভাঙতে একমাসও সময় লাগল না । তখন উপলদ্ধি করলাম — সব ভালো সবার জন্য ভালো হয় না ।
তারপর জীবনপথে চলতে চলতে একটা হাত পেলাম ঘুরে দাঁড়ানোর জন্য। সেই সম্পর্ক আমাকে শিখিয়েছে জীবনসঙ্গী নির্বাচনের সময় মনে রাখার মতো বিষয়গুলো কি কি ? এখন সেইগুলো ভাগ করে নেওয়া যাক !
- যদি কাউকে তার রূপ দেখে ভালোবাসেন । তবে জানবেন সেই রূপ ক্ষণস্থায়ী। তাই রূপ চলে গেলে আপনার ভালোবাসা টিকে থাকবে তো ?
- যদি তার অর্থ দেখে ভালোবাসেন। তবে ভাববেন অর্থ দিয়ে আপনাকে কেনা হয়েছে । তাই আপনার মতো আরো কাউকে হয়ত তিনি কিনতেই পারেন । তখন আপনার নাম বাতিলের খাতাতে চলে যাবে।
- আপনার কষ্টের সময় সে আপনাকে আগলে রেখেছে বলে যদি আপনি তাকে নির্বাচন করেন। তবে ভাববেন আপনি আপনার জন্য একজন সেবাদাস নিযুক্ত করছেন যে আপনার কষ্টের সময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। এটা স্বার্থপরতা ভালোবাসা নয় ।
- যদি সে সফল মানুষ হয় আর তার সাফল্যের আলোকে আপনি আলোকিত হতে চান । তবে মনে রাখবেন আলো কখনো ছায়া ছাড়া হয় না। সেই অন্ধকারকে আপনি মেনে নিতে পারবেন তো ?
- সারাক্ষণ মজার মজার কথা বলে আপনাকে আনন্দে রাখে বলে তাকে নির্বাচন করবেন না। কারণ কেউই সারাজীবন আনন্দে থাকতে পারে না। তার জীবনেও কষ্ট আসে আর সেটা আপনাকেই সামলাতে হবে।
কোন মানুষকে নির্বাচনের পিছনে যদি একটাও কারণ থাকে । তবে সেটা প্রেম নয় , সেটা স্বার্থতে রূপান্তরিত হয়।
কোন মানুষকে অকারণে যদি ভালো লাগে। যদি তার নিঃশব্দ উপস্থিতিও আপনার মনে আনন্দ দেয় । তার উপর অগাধ বিশ্বাস থাকে আপনার যেমন আপনি নিজেকে বিশ্বাস করেন। তার চরম ভুলকেও যদি আপনি ক্ষমা করে দিতে চান যেমন একজন মা তার সন্তানকে ক্ষমা করে দেয় । তার এলোমেলো চুল , মোটা ভুঁড়িতেও যদি আপনার তাকে সুন্দর দেখায় । যদি তাকে ভালোবেসে মনে হয় আপনি পৃথিবীর সব কঠিনতম কাজও তুড়ি মেরে করে দিতে পারবেন । তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি সঠিক মানুষকেই নির্বাচন করেছেন।