জীবনের আসল সৌন্দর্য কোথায়?
মূল্যবোধে ও আচার ব্যবহারে।কারণ চেহারার সৌন্দর্য দুইদিনের জন্য।বার্ধক্য একদিন আসবেই।কোন ওষুধ বা পথ্য দিয়ে ঠেকাতে পারবেন না।তবে সবার কাছে হয়তো নিজেকে জোয়ান দেখাতে পারবেন যদিও ভেতরে ভেতরে বুড়িয়ে যাবেন।বয়স তো চলমান।একে পাওা দিও না ওকে পাওা দিও না।এইভাবে চলবে যতদিন তাদের রক্তের জোর আছে।নিদানকালে ভেতরে ভেতরে ঠিকই পাওার ফেরিওয়ালা হয়ে গোপনে পাওা ভাড়া দেবেন